সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ১৯১১-র ব্রিটিশ বধ থেকে টুটু বসু, উজ্জ্বল দিমিও,বেঙ্গালুরু জয়ের দিন যুবভারতী ঢাকল মেরিনার্সের টিফোয়

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১০ : ২৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা কুড়ি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে তখন টানেল থেকে বেরোচ্ছে মোহনবাগান। স্টেডিয়ামের বক্সে তখন গমগম করে বাজছে, ‘জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা’। প্রেস বক্স থেকে বেশির ভাগ সাংবাদিকরা তখন বাইরে বেরিয়ে এসেছেন। কারণ একটাই। মাঠের তিনদিক থেকে বেরিয়েছে তিনটে বিশাল টিফো। বেশ কিছু বছর ধরেই ভারতীয় ফুটবলে টিফো কালচার শুরু হয়েছে। কিন্তু চলতি মরশুমে মোহনবাগান সমর্থকরা সেটাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। বেঙ্গালুরু ম্যাচে মোহনবাগান ক্লাবের অন্যতম ‘কিংবদন্তি’ টুটু বসুকে নিয়ে টিফো নামিয়েছিল ফ্যান ক্লাব মেরিনার্স এরিনা। সেখানে লেখা ছিল, ‘টুটু বোস, দ্য আনফরগটেন হিরো’। গত ২৩ জানুয়ারি জন্মদিন ছিল টুটু বসুর। তাঁকে শ্রদ্ধা জানিয়েই এই টিফো বানানো বলে জানিয়েছেন মেরিনার্স এরিনার সদস্যরা।

 

 

টুটু বসু দায়িত্বে থাকাকালীন প্রথম বিদেশি আনা থেকে শুরু করে ক্লাবের উন্নতিতে বারবার এগিয়ে এসেছেন তিনি। তাঁর জন্য ক্লাবের যা যা উন্নতি হয়েছে তারও একটা খণ্ডচিত্র রাখা হয়েছে মেরিনার্স এরিনার টিফোয়। তবে এদিনের সবথেকে বড় আকর্ষণ ছিল মেরিনার্স বেস ক্যাম্পের টিফোতে। আল্ট্রাসের তরফে জানানো হয়েছিল, বিশ্বের সবথেকে বড় হাতে আঁকা টিফো সামনে আনতে চলেছে তারা। সোমবার খেলা শুরুর আগে প্রকাশ্যে আসে সেই টিফো। গোলপোস্টের পিছনে বি-টু এবং বি-থ্রি গ্যালারি জুড়ে ২৫,০০০ স্কোয়্যার ফিটের বিশাল টিফোয় তুলে ধরা হয়েছিল ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের সেই কাহিনী। যা কিনা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টিফোর নিচে লেখা ছিল, ‘আমাদের পরম্পরা, ঐতিহ্য শুধু ইতিহাস নয়, একটা গোটা দেশপ্রেমিক জাতির হৃদস্পন্দন’।

 

 

জানা গিয়েছে, এই বিশাল টিফো বানাতে খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। রাতের পর রাত জেগে এই টিফো বানিয়েছেন বেস ক্যাম্পের সদস্যরা। পাশাপাশি, আরও একটি টিফো নেমেছিল দিমিত্রি পেত্রাতোসের সমর্থনে। চলতি মরশুমে খুব একটা ভাল ফর্মে নেই অজি তারকা। প্রথম দিকে সাবস্টিটিউট হিসেবে নামছিলেন। মাঝে প্রথম একাদশে শুরু করলেও চোট পেয়ে ছিটকে যান। খুব বেশি গোলও দেখা যায়নি তাঁর পা থেকে। তবে, গত মরশুমের সেরা ফুটবলারের পাশে যে বাগান জনতা রয়েছে তা প্রমাণ করে দিতেই এদিন টিফো নামানো হয় গ্যালারিতে। সেখানে বড় করে নয় লিখে তার ভেতর দিমির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গিয়েছে। তাঁর সঙ্গে লেখা ছিল, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। টিফোয় মোড়া যুবভারতীতে সোমবার বেঙ্গালুরুকে সমর্থকদের ভালবাসা ফিরিয়ে দিয়েছে মোহনবাগান। সাত পয়েন্টের তফাতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। 


mohun baganindian super leaguesports newsmohun bagan vs bengaluru

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া